কুণ্ডুলিতে ব্যবসা বাণিজ্যের বিচারের স্থান

জ্যোতিষ শাস্ত্র ব্যবসা বাণিজ্যের বিচার সপ্তম ঘর থেকে করা হয়।সপ্তম ঘর,সপ্তম ঘরের অধিপতি ও ব্যবসার কারক বুধের উপর ভিত্তি করে নির্ধারিত হয় ব্যবসার সফলতা বা বিফলতা।সপ্তম ঘর,ঘরের অধিপতি এবং বুধ শুভ অবস্থানে থাকলে ব্যবসা ভালো চলে।আর অশুভ অবস্থানে থাকে,তাহলে ক্ষতির সম্মুখীন হতে হয়।


সিংহ লগ্ন বা রাশির জন্য উপযুক্ত ব্যবসা ।

কালপুরুষের কুণ্ডুলির গুরুত্ব

উপরিউক্ত বিষয়গুলির বাইরেও গুরুত্বপূর্ণ একটি বিষয়ের বিচার করতে হয়।সেটা হল কুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর বিচার।কালপুরুষের কুণ্ডুলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিচার কখনও সম্পূর্ণ হতে পারে না।সিংহ লগ্ন বা রাশির ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত হিসাবের ঘরের রাশি হল কুম্ভ রাশি।যে রাশি থেকে কালপুরুষের কুণ্ডুলীর একাদশ ঘরের তথা আকাঙ্ক্ষা পূর্তির বা লাভের বিচার করা হয়।


কালপুরুষের আকাঙ্ক্ষা পূর্তির ঘর সিংহ লগ্ন বা রাশির সপ্তম ঘরে অবস্থান করায়,সপ্তম ঘরের বিষয়গুলি দ্বারা তাদের জীবনের আকাঙ্ক্ষার পূর্তি করতে পারেন।সপ্তম ঘর থেকে বিবাহিত জীবনের সাথে ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন আদান প্রদানের বিচারও করা হয়।তাই তারা ব্যবসায়িক কর্মের মধ্যে দিয়ে তাদের জীবনের বিভিন্ন স্বপ্নের পূরণ করতে পারেন।


সপ্তম ঘরের রাশির গুরুত্ব ও শুভফল লাভের উপায়

অবশ্য এরজন্য কুম্ভ রাশির বৈশিষ্ট্যের সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়েই সেই সাফল্য অর্জন করা যায়।কুম্ভ রাশি থেকে লাভ বা আকাঙ্ক্ষার পূর্তি সাথে সামাজিক সম্পর্ক বা সামাজিক কর্মেরও বিচার করা হয়।সিংহ লগ্ন বা রাশির জাতক-জাতিকারা নিজেদেরকে যত বেশী সামাজিক বা সমাজের সাথে যুক্ত হয়ে কর্ম করতে পারেন,তত বেশি তারা লাভ অর্জন করতে পারেন।অবশ্য সামাজিক কর্মে সিংহ রাশি ও কুম্ভ রাশির অধিপতির কারকতত্ত্ব মেনে করলে অধিক এবং প্রকৃত সাফল্য অর্জিত হয়।

সিংহ রাশির অধিপতি হলেন সূর্য।যাকে ধর্ম,উচ্চশিক্ষা,পরিস্কার-পরিচ্ছন্নতা,শৃঙ্খলা ও উচ্চশিক্ষার কারক মানা হয়।আর কুম্ভ রাশির অধিপতি হলেন শনি।যিনি হলেন কর্ম ও ন্যায়-নীতির কারক।সিংহ লগ্ন বা রাশির জাতক-জাতিকাদের সামাজিক কর্মে সূর্য ও শনির কারকতত্ত্বগুলি পালনের মধ্যে দিয়ে সফলতা পেতে পারেন।


সিংহ লগ্ন বা রাশির জন্য উপযুক্ত ব্যবসা হল -

উক্ত লগ্ন বা রাশির অধিকারীরা শিক্ষার সঙ্গে যুক্ত কর্ম বা ব্যবসা যেমন-স্কুল পরিচালনা,প্রকাশনা,লাইব্রেরী ।

শিশুদের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন কর্ম বা ব্যবসা,যেমন-শিশু উদ্যান পরিচালনা,শিশুদের সামগ্রীর সঙ্গে যুক্ত ব্যবসা।যেমন বিভিন্ন প্রকারের খেলনা সামগ্রীর ফ্যাক্টরী স্থাপন বা স্টোর পরিচালনা ।

ফিল্ম,থিয়েটার, নাটক বা অভিনয় জগতের সাথে সম্পর্কযুক্ত ব্যবসা ।যেমন-নাট্যকার,অভিনেতা।

বিভিন্ন গিফট সামগ্রীর সাথে যুক্ত,যেমন-গিফট আইটেমের ফ্যাক্টরী স্থাপন বা স্টোর পরিচালনা।

ফুল বা বিভিন্ন ফলের চারার নার্সারির সাথে যুক্ত। যেমন-ফুল ও ফলের চারার উৎপাদন কেন্দ্র স্থাপন বা স্টোর পরিচালনা ।

ইলেকট্রনিক সামগ্রীর সঙ্গে যুক্ত ব্যবসা।যেমন-বিভিন্ন প্রকারের ইলেকট্রনিক দ্রব্যের ফ্যাক্টরী স্থাপন বা স্টোর পরিচালনা।

এছাড়া রাজনীতি,NGO পরিচালনা বা যে কোন সংস্থা পরিচালনা ইত্যাদি বিষয়গুলির সাথে যুক্ত হয়ে কর্ম করলে ব্যবসায়িক কর্মে সাফল্য লাভ করতে পারেন ।


উপসংহার

সিংহ লগ্ন বা রাশির জাতক জাতিকারা উপরিল্লেখিত বিষয়গুলির সাথে যুক্ত হয়ে কর্ম করলে,ব্যবসা বাণিজ্য দ্বারা তারা তাদের জীবনে অপার শা সাফল্য পেতে পারেন ।


আরো পড়ুন