চতুর্থ ভাবের গুরুত্ব

চতুর্থ ভাব থেকে ভূমি, ভবন, যানবাহন, মানসিক সুখ-শান্তি এবং মাতার বিচার করা হয়। যদি কুণ্ডুলীতে চতুর্থ ভাব শুভ অবস্থানে থাকে, তাহলে উপরোক্ত বিষয়গুলি থেকে শুভফল লাভ করা যায়। আর যদি অশুভ প্রভাবযুক্ত হয়,তাহলে উক্ত ঘরের ফল প্রাপ্তিতে সমস্যা উৎপন্ন হয়। অবশ্য সম্পূর্ণ বিশ্লেষণের জন্য নবমাংশ কুণ্ডলী, চতুর্থাংশ কুণ্ডলী এবং কারক গ্রহের অবস্থানকেও বিশেষভাবে বিবেচনা করতে হয়।


চতুর্থ ভাবে শনি: ফলাফল ও শুভ ফল লাভের উপায়

শনি দেবের প্রকৃতি ও ভূমিকা

শনি দেব ন্যায়, নীতি এবং কর্মের অধিপতি গ্রহ।তিনি আমাদের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন।আমরা যেমন কর্ম করি,শনিদেব আমাদেরকে তেমন ফল প্রদান করে।শুভ কর্ম করলে শুভফল আর অশুভ কর্ম করলে অশুভ ফল প্রদান করেন।শনি কর্মফল প্রদানে কখনও কোন প্রকারের ছাড় দেন না ।অর্থাৎ কুকর্ম করলে,সেই কুকর্মের কুফল পেতেই হয় ।সেই কারণে গ্রহদের মধ্যে  শনিকে ক্রুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় ।তবে শনি অকারণে কাউকেই  দুঃখ ও কষ্ট প্রদান করেন না।কর্ম ভুলের কারণেই দুঃখ-কষ্ট পেতে হয়।কর্মক্ষেত্রে ন্যায় ও সততার অনুসরণ করে চললে, অবশ্যই  শুভফল লাভ করা যায়।আর কর্মে ন্যায়-নীতি ও সততা না থাকলে  শনির ক্রুর দৃষ্টিতে পড়তে হয়। জীবনে নেমে আসে দুঃখ-কষ্ট।


চতুর্থ ভাবে শনির অবস্থান ও তৃতীয় দৃষ্টি 

যদি কুণ্ডলিতে শনি চতুর্থ ভাবে অবস্থান করেন, তাহলে শনির আদর্শ অনুসরণ করে চলার মধ্যে দিয়ে শুভফল লাভ করা যায়।চতুর্থ ভাবে অবস্থান করলে শনির তৃতীয় দৃষ্টি পড়ে কুণ্ডলীর ষষ্ঠভাবে।যে ভাব থেকে রোগ ঋণ ও শত্রুর বিচার করা হয় ।যে ভাবের শুভফল লাভের উপায় হল দৈনন্দিন কর্মে উপযুক্ত শৃঙ্খলা পালন করা ।শনির তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ভাবে পড়লে উক্ত ভাব নিয়ে জাতক-জাতিকাদের অনেক বেশী মনোযোগী,শৃঙ্খলা পরায়ন এবং পরিশ্রমী হতে হয়।তবেই ষষ্ঠ ভাবের শুভফল লাভ করা যায়।


শনির সপ্তম দৃষ্টি

চতুর্থ ঘরে অবস্থান রত শনির সপ্তম দৃষ্টি পড়ে দশম বা কর্মের ঘরে।শনির সপ্তম দৃষ্টির শুভফল লাভের জন্য কর্মক্ষেত্রে ন্যায়-নীতি,সততা,সঠিক মনোযোগ ও শৃঙ্খলার মধ্যে দিয়ে কঠোর পরিশ্রম করতে হয়। তবেই চতুর্থ ঘরের সাথে উপযুক্ত সামঞ্জস্য গড়ে তুলা যায় এবং চতুর্থ ঘরের বিষয়গুলি নিয়ে সুখী হওয়া যায়।


শনির দশম দৃষ্টি

চতুর্থ ঘরে অবস্থান রত শনির দশম দৃষ্টি পড়ে জাতক-জাতিকার লগ্ন বা রাশি স্থানে । লগ্ন বা রাশি স্থানে শনির দশম দৃষ্টি পড়া জাতক-জাতিকাদের সম্পূর্ণভাবে শনির আদর্শের সাথে যুক্ত হতে চলার মধ্যে দিয়ে জীবনে সাফল্য অর্জন করতে পারেন। অর্থাৎ ন্যায়-নীতি,সততা,কঠোর পরিশ্রমকে পাথেয় করে চললে তারা সফলতা পেতে পারেন।চতুর্থ ঘরে অবস্থান রত শনির শুভফল পেতে পারেন ।তথা ভূমি,ভবন,বাহন সহ চতুর্থ ঘরের অন্যান্য বিষয়গুলি থেকে শুভফল লাভ করা যায় ।


উপসংহার

সবশেষে বলা যায় যে,চতুর্থ ঘরে শনি অবস্থান রত জাতক-জাতিকাদের শনির আদর্শকে অনুসরণের মধ্যে দিয়েই জীবনে সাফল্য অর্জন করতে হয়।অতএব শনিদেবের আদর্শ অনুসরণে চলুন এবং ভূমি,ভবন বাহন সহ চতুর্থ ঘরের অন্যান্য বিষয়গুলির সুখ-স্বাচ্ছন্দ্য ভোগ করুন।সেই সাথে শনি দেবের আরাধনা,বীজ মন্ত্র সহ অন্যান্য মন্ত্র পাঠ দ্বারা শনিদেবের শুভফলের বৃদ্ধি ঘটানো যায় ।


Read more