মীন লগ্ন ও রাশির ব্যবসায়ে সাফল্যের উপায়।

ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলির বিশ্লেষণ কুণ্ডলীর সপ্তম ভাব থেকে করা হয়। যদি সপ্তম ভাব, তার স্বামী এবং কারক গ্রহ বুধ শুভ অবস্থায় থাকে, তাহলে কুণ্ডলীধারকের ব্যবসা ভালো চলে। ব্যবসার মাধ্যমে  জীবনে উন্নতি অর্জন করতে পারেন। কিন্তু যদি উক্ত বিষয়গুলি অশুভ অবস্থায় থাকে, তাহলে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হতে পারে।

মীন লগ্নের জাতকদের জন্য ব্যবসা-বাণিজ্যে সাফল্যের বিশেষ নির্দেশনা


কালপুরুষের কুণ্ডুলীর বিচার -

উপরি উল্লেখিত বিষয়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার করতে হয়,সেটা হলো যে কোন কুণ্ডুলী বিচরে কালপুরুষের কুণ্ডলীর অধ্যয়ন। কালপুরুষের কুণ্ডলী বিশ্লেষণ ছাড়া যে কোনো কুণ্ডলীর পূর্ণ বিশ্লেষণ সম্ভব হয় না। মীন  লগ্ন বা রাশির ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ঘর বা ভাবের রাশি হলো কন্যা। কালপুরুষের কুণ্ডলীতে কন্যা রাশিকে নেগেটিভ (নেতিবাচক) রাশি হিসাবে বিবেচনা করা হয়। কারণ কন্যা রাশি থেকে কালপুরুষের রোগ-ঋণ ও শত্রুর বিচার  করা হয়। কালপুরুষের কুণ্ডুলীর এমন একটি রাশি মীন লগ্ন বা রাশির সপ্তম ভাবে অবস্থান করায়,সপ্তম ভাব সংক্রান্ত বিষয়গুলি থেকে সমস্যা উৎপন্ন হতে দেখা যায়। 

সপ্তম ঘর থেকে বিচারণীয় বিষয় -

 সপ্তম ভাব থেকে  ব্যবসা-বাণিজ্যের হিসাবের সাথে সাথে বিবাহ বা বিবাহিত জীবনের সুখ-শান্তি,দৈনন্দিন জীবনের যে কোন ধরনের আদান-প্রদান বা পার্টনার শীপ ইত্যাদিরও বিচার করা হয়। তাই এই ক্ষেত্রগুলিতেও সমস্যা উৎপন্ন হতে দেখা যায়।যদি না জাতক-জাতিকা কন্যা রাশির শুভ ফল লাভের উপযুক্ত পথ অনুসরণ করে না চলেন ।

 কন্যা রাশি থেকে শুভ ফল লাভের উপায় -

 কন্যা রাশির শুভ ফল লাভের উপায় হল - কুণ্ডলীর যেই ভাবে বা ঘরে কন্যা রাশি অবস্থান করে,সেই  ভাব বা ঘর সংক্রান্ত কাজগুলি উপযুক্ত শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের সাথে সম্পাদন করা। মীন লগ্ন বা রাশির জাতক-জাতিকাদের সপ্তম ভাবে কন্যা রাশি অবস্থান করার কারণে ব্যবসা বাণিজ্য,বিবাহিত জীবনের কর্ম বা দৈনন্দিন জীবনের যে কোন আদান প্রদানের ক্ষেত্রে উপযুক্ত শৃঙ্খলার মধ্যে দিয়ে কঠোর পরিশ্রম করতে হয়।তবেই সাফল্য লাভ করা যায় ।সপ্তম ভাব বা সপ্তম ঘর সম্বন্ধীয় কর্মে গাফিলতি করলে  উক্ত ঘর থেকে সমস্যা উৎপন্ন হয়। তাই মীন লগ্ন বা রাশির জাতক-জাতিকাদের ব্যবসা বাণিজ্য বা সপ্তম ঘর সম্বন্ধীয় যে কোন কর্মে শৃঙ্খলা মেনে কঠোর পরিশ্রম করা উচিত।তাতে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য ও বিবাহিত জীবনে সুখ-শান্তি বা পার্টনার শীপের ক্ষেত্রেও লাভমান হতে পারেন ।

মীন লগ্ন বা রাশির জন্য উপযুক্ত ব্যবসা-

যেহেতু তাদের সপ্তম ঘরে কালপুরুষের ষষ্ঠ ঘরের কন্যা রাশির অবস্থান,তাই তাদের লগ্ন বা রাশির সাথে  কন্যা রাশির সংযুক্তি ঘটিয়ে  ব্যবসা ক্ষেত্রে অগ্রসর হলে  ব্যবসা ক্ষেত্রে আশাতীত সাফল্য অর্জন করতে পারেন।তাদের জন্য উপযুক্ত ব্যবসা হিসাবে ---

  1. চিকিৎসা সংক্রান্ত কাজ: ওষুধ ব্যবসা, ল্যাবরেটরি বা চিকিৎসার সঙ্গে জড়িত অন্যান্য কাজ।
  2. ঋণ সংক্রান্ত কাজ: আর্থিক প্রতিষ্ঠান, ফাইন্যান্স কোম্পানি, ব্যাংকিং সেক্টর ইত্যাদি।
  3. আইন এবং কারাগার সংক্রান্ত কাজ: আইনজীবী, বিচার বিভাগীয় পরিষেবা।
  4. অন্যান্য ক্ষেত্র: শিল্পকলা, সঙ্গীত, ফ্যাশন ডিজাইনিং, আধ্যাত্মিক পরামর্শ, যোগ শিক্ষা, রপ্তানি-আমদানি, সামুদ্রিক কাজ।

উপসংহার

 উপরি উল্লেখিত বিষয়গুলিতে  মীন লগ্ন বা রাশির  জাতক -জাতিকারা সঠিক মনোযোগ ও শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিশ্রম করলে সাফল্য অর্জন করতে পারেন ।


আরো পড়ুন

No comments:

Post a Comment