রাশি চক্রে ধনু রাশির অবস্থান
ধনু লগ্ন বা রাশি হল রাশি চক্রের বা কালপুরুষের নবম ঘরের রাশি। কালপুরুষের ধর্মজ্ঞান,ভাগ্য,উচ্চশিক্ষা ও পিতার বিচার ধনু রাশি থেকে করা হয়। কালপুরুষের নবম ঘর নিয়ে জন্ম লাভ করায়,উক্ত লগ্ন বা রাশির জাতক-জাতিকাদের মধ্যে কালপুরুষের নবম ঘরের বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয়। লগ্ন বা রাশি, রাশির অধিপতি এবং কারক সূর্য ও চন্দ্র কুণ্ডুলীতে বিশেষ পীড়িত না হলে।
কুণ্ডুলিতে ব্যবসা বাণিজ্য বিচারের স্থান
ধনু লগ্ন বা রাশির বা যে কোন লগ্ন বা রাশির ব্যবসা-বাণিজ্যের বিচার কুণ্ডুলীর সপ্তম ঘর থেকে করা হয়।সপ্তম ঘর,ঘরের অধিপতি এবং ব্যবসার কারক বুধের অবস্থানের উপর নির্ভর করে নির্ধারিত হয় ব্যবসার সফলতা ও বিফলতা।সপ্তম ঘর,ঘরের অধিপতি এবং কারক বুধ শুভ অবস্থানে থাকলে কুণ্ডুলী ধারক ব্যবসায় সাফল্য লাভ হয়।আর যদি অশুভ অবস্থানে থাকে,তাহলে লোকসানের সম্মুখীন হতে হয়।
কালপুরুষের কুণ্ডুলির গুরুত্ব
উপরিউক্ত হিসাবের বাইরেও মহত্বপূর্ণ একটি বিষয়ের বিচার করতে হয় সেটি হল কালপুরুষের কুণ্ডুলীর বিচার।কালপুরুষের কুণ্ডুলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিচার কখনও সম্পূর্ণ হয় না।ধনু লগ্ন বা রাশির সপ্তম ঘরের রাশি হল মিথুন রাশি।যে রাশি থেকে কালপুরুষের তৃতীয় ঘর তথা সাহস,পরাক্রম বা পরিশ্রমের বিচার করা হয়।কালপুরুষের পরাক্রম বা পরিশ্রমের ঘর ধনু লগ্ন বা রাশির ব্যবসার ঘরে অবস্থান করায় ব্যবসায়িক কর্মে তাদের তুলনামূলক পরিশ্রম অধিক করতে হয়।যত বেশী পরিশ্রম করা যায়, তত সাফল্য পাওয়া যায় বা ভাগ্যের বৃদ্ধি করা যায়।যেহেতু পরিশ্রমই হল ভাগ্য গঠনের চাবি।কালপুরুষের তৃতীয় ঘর থেকে সাহস,পরাক্রম ছাড়াও ছোট ভাইবোন, পাড়া-পড়শী, ছোট যাত্রা, লেখনী কার্য্য বা ডকুমেন্টেশন, মিডিয়া বা সোশ্যাল মিডিয়া,টেকনোলজি ইত্যাদির বিচার করা হয়।তাই উক্ত সব বিষয়ের সাথে যুক্ত কর্ম বা ব্যবসা দ্বারা উক্ত লগ্ন বা রাশির জাতক জাতিকারা সাফল্য অর্জন করতে পারেন।তাদের ভাগ্যের গঠন করতে পারেন।
ধনু লগ্ন বা রাশির জন্য উপযুক্ত ব্যবসা -
1.লেখনী কার্য্য বা ডকুমেন্টেশনের সাথে যুক্ত,যেমন - দলিল লেখার কাজ বা অন্যান্য লেখালেখির সাথে যুক্ত কর্ম।
2.যাত্রার সাথে যুক্ত,যেমন - ট্যুরিজমের ব্যবসা, ট্যুরিস্ট স্পট পরিচালনা, ট্যুরিস্ট গাইড এজেন্সি পরিচালন ইত্যাদি।
3.মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত,যেমন- সাংবাদিকতা,ব্লগিং বা আর্টিকেল লিখন বা অন্যান্য মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত কর্ম।
4.টেকনোলজির সাথে যুক্ত,যেমন - সফটওয়ার বা হার্ডওয়ার তৈরীর কাজ বা বিক্রি বা অন্যান্য টেকনোলজির সাথে সম্পর্ক যুক্ত।
এছাড়াও শিক্ষকতা,ধর্ম স্থান পরিচালনা,ধার্মিক প্রবক্তা ইত্যাদি কর্ম বা ব্যবসা দ্বারা ধনু লগ্ন বা রাশির জাতক জাতিকারা সাফল্য অর্জন করতে পারেন।
উপসংহার
0 Comments