গুরু গ্রহের গুরুত্ব
গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতি হলেন সর্বাধিক শুভ গ্রহ। ধন,পরিবার,আত্মীয়-স্বজন,জ্ঞান,শিক্ষা,সন্তান স্ত্রীদের ক্ষেত্রে স্বামী ইত্যাদির মূল কারক হলেন দেবগুরু বৃহস্পতি। কুণ্ডুলীতে দেবগুরু বৃহস্পতির শুভাশুভ অবস্থান এবং বলাবলের নির্ভর করে যে কোন জাতক-জাতিকার জীবনের সুখ-শান্তি এবং সমৃদ্ধি।যদি গুরু শুভ অবস্থানে বা শুভ গ্রহের প্রভাবযুক্ত বা শুভভাবের অধিপতি হন,তাহলে জাতক-জাতিকার জীবনে সুখ-শান্তির প্রাপ্তি হয়।আর যদি গুরু অশুভ অবস্থানে থাকেন বা অশুভ গ্রহের প্রভাবযুক্ত বা অশুভ ভাবের অধিপতি হন,তাহলে পার্থিব সুখ-শান্তিতে বিঘ্ন ঘটে।
কর্কট লগ্ন বা রাশিতে গুরুর আধিপত্য
কর্কট লগ্ন বা রাশিতে দেবগুরু বৃহস্পতি হলেন ষষ্ঠ ও নবম ভাবের অধিপতি । অর্থাৎ কর্কট লগ্নে গুরু একটি শুভ এবং একটি অশুভ ভাবের অধিপতি।গুরুর মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কালপুরুষের কুণ্ডলীর নবম ভাবের ধনু রাশি কর্কট লগ্ন বা রাশিতে ষষ্ঠ ভাবে অবস্থান এবং কালপুরুষের কুণ্ডলীর দ্বাদশ বা ব্যয় ভাবের মীন রাশি উক্ত লগ্ন বা রাশির নবম অর্থাৎ ভাগ্য স্থানে অবস্থান ।
কুণ্ডুলি চক্রে নবম ভাব হল ধর্ম ত্রিকোণ ভাবের একটি । যে নবম ভাব থেকে ধর্ম, ভাগ্য, উচ্চশিক্ষা,পিতার বিচার করা হয়।যাকে সর্বাধিক শুভ ভাব হিসাবে বিবেচনা করা হয় ।কর্কট লগ্ন বা রাশিতে উক্ত ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি।অপরদিকে ষষ্ঠ ভাব হল অর্থ ত্রিকোণ ভাবের একটি। যে ভাবকে একটি নেগেটিভ ভাব হিসাবে বিবেচনা করা হয়। যে কোন কুণ্ডুলীর ষষ্ঠ ভাব থেকে রোগ,ঋণ ও শত্রুর বিচার করা হয়।অর্থাৎ জীবনের বিভিন্ন প্রকারের সমস্যার বিচার ষষ্ঠ ভাব থেকে করা হয়।কর্কট লগ্ন বা রাশির উক্ত ষষ্ঠ ভাবের ধনু রাশির অধিপতিও হলেন দেবগুরু বৃহস্পতি।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, উক্ত লগ্ন বা রাশিতে গুরু কোন ভাবের ফল প্রদান করেন ! আসলে গুরু উক্ত লগ্নে উভয় ভাবেরই ফল প্রদান করেন।এই বিষয়ে জানতে নিচের লেখাগুলি পড়ুন।
বৃহস্পতির মীন রাশির ফলাফল—
যখন বৃহস্পতির দশার সঙ্গে অন্য কোনো শুভ ঘরের অধিপতির অন্তর্দশা আসে, তখন বৃহস্পতির মীন রাশি বা নবম ঘরের ফল প্রদান হয়। যেমন, যদি বৃহস্পতির মহাদশার সঙ্গে মঙ্গলের অন্তর্দশা আসে, তবে বৃহস্পতি মীন রাশি অর্থাৎ নবম ঘরের ফল প্রদান করেন। একইভাবে, মঙ্গলের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা এলে নবম ঘরের ফল মেলে।
বৃহস্পতির ধনু রাশির ফলাফল—
যখন বৃহস্পতির মহাদশার সঙ্গে কোনো অশুভ ঘরের অধিপতির অন্তর্দশা আসে, তখন বৃহস্পতি ধনু রাশি অর্থাৎ ষষ্ঠ ঘরের ফল প্রদান করেন। যেমন, বৃহস্পতির দশার সঙ্গে যদি বুধের অন্তর্দশা আসে, তবে বৃহস্পতি ধনু রাশির ফল প্রদান করেন। তেমনি, বুধের মহাদশায় যদি বৃহস্পতির অন্তর্দশা আসে, তখনও বৃহস্পতি ষষ্ঠ ঘর অর্থাৎ ধনু রাশির ফল প্রদান করেন।
তবে দশা ও অন্তর্দশার ফল দুই গ্রহের পারস্পরিক সম্পর্ক এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপরও নির্ভর করে।
উপসংহার
সবশেষে বলা যায় যে কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে দু-ধরনের ফলই প্রদান করেন।শুভ ভাবের অধিপতির সাথে শুভফল।আর অশুভ ভাবের অধিপতির সাথে অশুভ ফল।
আরো জানুন
0 Comments