মকর লগ্ন ও রাশির উপযুক্ত ব্যবসা।
জ্যোতিষ শাস্ত্রে ব্যবসা-বাণিজ্যের বিচার সপ্তম ঘর থেকে করা হয়।সপ্তম ঘর,সপ্তম ঘরের অধিপতি ও ব্যবসার কারক গ্রহ বুধের উপর ভিত্তি করে নির্ধারিত হয় ব্যবসার সফলতা বা বিফলতা।সপ্তম ঘর,ঘরের অধিপতি এবং বুধ শুভ অবস্থানে থাকলে কুণ্ডুলী ধারকের ব্যবসা ভাল চলে।আর যদি অশুভ অবস্থানে থাকে,তাহলে ক্ষতির সম্মুখীন হতে হয়।
জন্ম জন্ম কুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর গুরুত্ব
জন্মকুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর গুরুত্ব অপরিসীম। কালপুরুষের কুণ্ডুলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিশ্লেষণ কখনও সম্পূর্ণ হয় না।অসম্পূর্ণ থেকে যায়।মকর লগ্ন বা রাশির সপ্তম ঘরের রাশি হল কর্কট রাশি।যে রাশি থেকে কালপুরুষের কুণ্ডুলীর চতুর্থ বিচার করা হয়।কালপুরুষের কুণ্ডুলীতে চতুর্থ ঘর থেকে জায়গা-জমি,ঘরবাড়ি,ঘরের বিভিন্ন আসবাব পত্র,বিভিন্ন প্রকারের গাড়ি, মেশনারী জিনিসপত্র বা যন্ত্রপাতি, মানুষিক সুখ-শান্তি,প্রাথমিক শিক্ষা ও মায়ের বিচার করা হয়।
মকর লগ্ন ও রাশির ব্যবসায়ে সাফল্যের উপায়
মকর লগ্ন বা রাশির ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত হিসাবের ঘরে কালপুরুষের চতুর্থ বা সুখের ঘরের অবস্থান হওয়ায় উপরি বর্ণিত চতুর্থ ঘরের বিষয়গুলি সম্বন্ধীয় ব্যবসার দ্বারা সাফল্য অর্জন করতে পারেন।সেই সাথে উক্ত ঘর কালপুরুষের সুখের ঘর হওয়ায় ব্যবসা দ্বারা মানুষিক সুখ-শান্তি ও লাভ করতে পারেন উক্ত ঘরের উপযুক্ত বৈশিষ্ট্য অনুসারে চলার মধ্যে দিয়ে।উপযুক্ত বৈশিষ্ট্য অর্থ্যাৎ যেহেতু কর্কট রাশি কালপুরুষের সুখের ঘর,তাই উক্ত ঘরের কর্ম ক্ষেত্রে উপযুক্ত শৃঙ্খলা ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মধ্যে দিয়ে লাভ করা যায়।তাছাড়া পার্থিব প্রকৃত সুখ-শান্তির মূল রসদ হল ধর্ম। ধর্ম পথে চলার মধ্যে দিয়ে প্রকৃত সুখ-শান্তি লাভ করা যায়।আর কর্মে যদি ধর্ম বজায় না থাকে,তাহলে সুখের ভিত্তি মজবুত হয় না,দীর্ঘস্থায়ী হয়।কোন না কোন ভাবে মানুষিক দুঃখ-কষ্টের কারণ হয়ে উঠে।
অতএব মকর লগ্ন বা রাশির জাতক-জাতিকারা প্রকৃত সুখ শান্তি ও ব্যবসা-বাণিজ্যে উন্নতির জন্য ব্যবসায়িক কর্মে শৃঙ্খলা,পরিস্কার-পরিচ্ছন্নতা ও ধর্ম মেনে কর্ম করা উচিত।
মকর লগ্ন বা রাশির জন্য উপযুক্ত ব্যবসা -
1.জায়গা-জমি ক্রয়-বিক্রয় সম্বন্ধীয় ব্যবসা বা প্রপার্টি বিসনেস,কৃষি কার্য্যের সাথে সম্পর্ক যুক্ত ব্যবসা ইত্যাদি।
2.বাড়িঘর তৈরীর জিনিসপত্রের ব্যবসা।যেমন - ইট,সিমেন্ট,বালু,স্টিল,কাঠ ইত্যাদির ব্যবসা।
3.ঘরের বিভিন্ন আসবাব পত্রের ব্যবসা।যেমন - ফার্নিচারের ব্যবসা,হোম ডেকোরেশন বা ডেকোরেটরের ব্যবসা ইত্যাদি।
4.বিভিন্ন প্রকারের গাড়ির ব্যবসা।যেমন - গাড়ি তৈরী বা গাড়ির ডিলার শিপের ব্যবসা বা গাড়ি মেরামতির ব্যবসা ইত্যাদি।
5.বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি তৈরী বা সেগুলির সাথে সম্পর্কযুক্ত ব্যবসা ইত্যাদি।
6.মানুষিক সুখ-শান্তির সাথে সর্ম্পকিত ব্যবসা।যেমন- ফিল্ম,থিয়েটার,গানবাজনা,টিভি,কম্পিউটার,ল্যাপটপ, মোবাই ল ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত ব্যবসা।এছাড়া জল বা দুধ সম্বন্ধীয় ব্যবসা,প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কযুক্ত ব্যবসা,মাদার কেয়ার প্রোডাক্ট ইত্যাদি।
উপসংহার
উপরি উল্লেখিত বিষয়গুলির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়ে কর্ম বা ব্যবসা করলে মকর লগ্ন বা রাশির জাতক-জাতিকারা ব্যবসা দ্বারা জীবনে উন্নতি করতে পারেন।
আরো পড়ুন
Comments
Post a Comment