চতুর্থ ঘর থেকে আমাদের মন, মনের সুখ, ভূমি, ভবন, বাহন, প্রাথমিক শিক্ষা এবং মায়ের বিচার করা হয়। উক্ত ঘর শুভ প্রভাবযুক্ত হলে, উপরি উক্ত বিষয়গুলির ক্ষেত্রে শুভফলের প্রাপ্তি হয়। আর যদি পাপ প্রভাবযুক্ত বা শত্রু গ্রহের অবস্থান হয়, তাহলে উক্ত ঘরের বিভিন্ন বিষয়গুলির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও পূর্ণাঙ্গ বিচারের জন্য নবাংশ কুণ্ডলী, চতুর্থাংশ কুণ্ডলী এবং কারক গ্রহের বিচার করতে হয়।
গুরু হলেন নৈসর্গিক সবচেয়ে শুভ গ্রহ। গুরু চতুর্থ ঘরে অবস্থান করলে, শুভফল লাভ করা যায়, গুরুর বৈশিষ্ট্যের সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে। গুরু সেই কুণ্ডুলীর শুভ বা অশুভ যে কোন ভাবের অধিপতি হন না কেন। চতুর্থ ঘরে গুরু অবস্থান করলে কুণ্ডলী ধারকের চতুর্থ ঘরের বিষয়াদির ক্ষেত্রে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্নতা, ন্যায়-নীতি ও ধর্ম বজায় রেখে চলা উচিত। কুণ্ডলী ধারক যত বেশি ধর্ম-কর্মের সাথে যুক্ত থাকবেন, তত মানুষিক সুখশান্তি লাভ করতে পারেন।
অপরদিকে গুরু চতুর্থ ঘরে অবস্থানরত রত ব্যক্তি গুরুর বৈশিষ্ট্য মেনে না চললে, কখনই মানুষিক শান্তি লাভ করতে পারেন না। সেই ক্ষেত্রে চতুর্থ ঘরের বিষয়াদি থেকে দুঃখ-কষ্ট, যন্ত্রণা পেতে হয়। ব্যক্তির ঘরে ঝগড়া-ঝাটির সৃষ্টি হয়। ব্যক্তির মায়ের শরীর-স্বাস্থ্য নিয়ে সমস্যা উৎপন্ন হয় বা মায়ের সাথে সম্পর্কও ভালো থাকেনা। ভূমি, ভবন, বাহন নিয়ে কষ্ট পেতে হয়। ব্যক্তির জীবনে বিভিন্ন প্রকারের অভাব-অনটন সৃষ্টি হয়।
তাই চতুর্থ ঘরে গুরু অবস্থান করলে সর্বদা গুরুর বৈশিষ্ট্যের সাথে যুক্ত হয়ে চলা সর্বাঙ্গীণ উন্নতির জন্য লাভদায়ক। গুরু চতুর্থ ঘরে শত্রু রাশিতে বা পাপ প্রভাবযুক্ত যে কোন অবস্থায় বসেন না কেন, গুরুর বৈশিষ্ট্যের সাথে যুক্ত চললে শুভফল লাভ করা যায়। সেই অবস্থায় হয়তো বিভিন্ন সমস্যা আসে, কিন্তু গুরুর বৈশিষ্ট্যের সাথে যুক্ত হয়ে চলার কারণে কোন সমস্যাই ক্ষতিসাধন করতে পারে না। গুরু চতুর্থ ঘরে অবস্থান করলে ভূমি, ভবন, বাহন প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে ধর্মের মধ্যে দিয়ে চলা উচিত।
অতএব, চতুর্থ ঘরে গুরু অবস্থানরত জাতক-জাতিকারা সর্বদা গুরুর বৈশিষ্ট্যের সাথে যুক্ত হয়ে চলুন। সুখ-শান্তি বিরাজ করবে আপনার জীবনে।
No comments:
Post a Comment