Monday, December 23, 2024

লগ্ন ও রাশিতে গুরু ও শুভফল লাভের উপায়।

 

লগ্ন ও রাশিতে গুরু ও শুভ ফল লাভের উপায়।


লগ্ন বা রাশি হল যে কোন কুণ্ডুলীর মূল ভিত্তি। লগ্ন মানে শরীর, ব্যক্তিত্ব এবং রাশি মানে মন-মানুষিকতা। শরীর এবং মনের উপর ভিত্তি করেই চলে আমাদের জীবন। শরীর এবং মন ভালো হলে আমাদের কর্ম, ব্যবহার, আচরণ-আচরণ সবকিছুই ভালো হয়। আর শরীর এবং মন ভালো না হলে কিছুই ভালো হয় না। 



দেবগুরু বৃহস্পতির সর্বাধিক শুভ গ্রহ। শুভ প্রভাবযুক্ত গুরু লগ্ন বা রাশি স্থানে অবস্থান করলে যে কোনও জাতক-জাতিকার জীবনকে ধন্য করে তোলে। এমন জাতক-জাতিকার ব্যবহার, আচরণ-আচরণ সবক্ষেত্রে গুরুর বৈশিষ্ট্যাবলী লক্ষ্য করা যায়। নম্র, শান্ত-শিষ্ট, মধুরভাষী, পরোপকারী হন এমন জাতক-জাতিকারা। 



লগ্ন বা রাশিস্থানে অবস্থানরত গুরু পাপ প্রভাবযুক্ত না হলে জাতক-জাতিকারা অভূতপূর্ব সাফল্য পেতে পারেন। দূর্বল আর্থিক অবস্থা যুক্ত ঘরে জন্মগ্রহণ করলেও গুরুর কল্যাণকারী প্রভাবের দ্বারা তাদের জীবনযাত্রা ধীরে ধীরে উচ্চকোটির পর্যায়ে পৌঁছায়। আর যদি পাপ প্রভাবযুক্ত হন, তাহলে উক্ত জাতক-জাতিকাদের জীবনে বিভিন্ন সমস্যা, দুঃখ, কষ্ট দেখা যায়।



পাপ প্রভাবের কারণে গুরুর বৈশিষ্ট্যাবলী জাতক-জাতিকার স্বভাব চরিত্রের উপর সঠিকভাবে ছাপ ছাড়তে পারে না। লগ্ন বা রাশি স্থানে পাপ প্রভাব যুক্ত গুরু অবস্থান করলে লিভার জনিত সমস্যা, পারিবারিক ও আর্থিক সমস্যা, সন্তান কষ্ট, জ্ঞানার্জনে সমস্যা ইত্যাদির মতো সমস্যার উৎপন্ন হয়।



কালপুরুষের কুণ্ডুলীর হিসাব অনুযায়ী দেবগুরু বৃহস্পতি কালপুরুষের নবম এবং দ্বাদশ ঘরের মালিক। নবম ঘর থেকে ধর্ম, জ্ঞান, ভাগ্য, উচ্চশিক্ষা, পিতা এবং দ্বাদশ ঘর থেকে ব্যয় বা খরচের বিচার করা হয়। যদি কুণ্ডুলীতে গুরু পাপ প্রভাব বিহীন হন, তাহলে ব্যক্তি ধার্মিক, ভাগ্যবান, জ্ঞানবান এবং জীবনে ধর্ম-কর্মে প্রচুর ব্যয় করেন। আর যদি গুরু কুণ্ডুলীতে পাপ প্রভাব যুক্ত হন, তাহলে জাতক-জাতিকার মধ্যে উপরিউক্ত বিষয়গুলিতে আগ্রহ কম দেখা যায়।

লগ্নে বা রাশিতে গুরু অবস্থান করলে গুরুর সপ্তম দৃষ্টি পড়ে সপ্তম ঘরে। যে ঘরের সাথে উপযুক্ত ভারসাম্য তৈরীর মধ্যে দিয়ে গুরুর শুভফল বৃদ্ধি করা যায়। কুণ্ডুলীর যে কোন একটি ঘরের ভারসাম্যও নির্ভর করে সেই ঘরের বিপরীত ঘরের সাথে উপযুক্ত ভারসাম্য গড়ে তোলার উপর। ভারসাম্য ভালো গড়ে তুলতে পারলে, ঘরের বৈশিষ্ট্যও ভালো হয়। আর ভালো গড়তে না পারলে ঘরের বৈশিষ্ট্য ভালো হয় না।

সপ্তম ঘর থেকে জীবনসঙ্গী বা পার্টনারের বিচার করা হয়। সেই সাথে সপ্তম ঘর থেকে সেই সব ব্যক্তিরও বিচার করা হয়,যাদের সাথে আমরা দৈনন্দিন আদান প্রদান করি ।অতএব লগ্ন বা রাশি স্থানে গুরু অবস্থান রত জাতক-জাতিকারা বিপরীতের প্রত্যেকের সাথে ধর্ম,ন্যায়-নীতি বজায় রেখে চলা উচিত।সেই সাথে কর্ম ক্ষেত্রে শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলার  মধ্যে দিয়ে গুরুর শুভফল  লাভ করতে পারেন।

কুণ্ডুলীতে গুরু  শুভ বা অশুভ যেমন প্রভাব যুক্তই হন না কেন গুরুবারে নিরামিষ ভোজন  শুভফল দায়ী হয়।সেই সাথে গুরুর আরাধনা ও বীজমন্ত্র পাঠ করলে অশুভ প্রভাব কম হয় এবং শুভ ফলের বৃদ্ধি ঘটে। 



আরো জানুন

No comments:

Post a Comment

বৃশ্চিক লগ্ন ও রাশির উন্নতির পথ ।

  বৃশ্চিক লগ্ন বা রাশি হল কালপুরুষের কুণ্ডুলীর অষ্টম ঘরের রাশি। যে রাশি থেকে কালপুরুষের কুণ্ডুলীর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মৃত্যু বা মৃত্যুতুল্...