Monday, December 23, 2024

বৃশ্চিক লগ্ন ও রাশির ধন ও পরিবার।

বৃশ্চিক লগ্ন ও রাশির ধন ও পরিবার।

 


যে কোন লগ্ন বা রাশির ধন ও পরিবারের বিচার কুণ্ডুলীর দ্বিতীয় ঘর থেকে করা হয় ।সেই সাথে আত্মীয়-স্বজন, খাবার-দাবার,মুখের বাণী ও চেহারার বিচারও দ্বিতীয় ঘর থেকে করা হয়।দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও কারক গুরুর উপর ভিত্তি করে নির্ধারিত হয়,যে কোন জাতক-জাতিকার ধন ও পরিবারের সুখ ও শান্তির বিষয়।

দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও গুরু শুভ অবস্থানে থাকলে,ধন ও পারিবারিক বিষয়ে ব্যক্তির সুখ ও শান্তি লাভ হয়।আর অশুভ অবস্থানে থাকলে উক্ত ঘরের বিষয়ে সুখ-শান্তির অভাব ঘটে।উক্ত হিসাবের বাইরেও গুরুত্বপূর্ন একটি বিষয়ের বিচার করতে হয়।সেটা হল কালপুরুষের কুণ্ডুলীর বিচার।কালপুরুষের কুণ্ডলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিচার কখনও সম্পূর্ণ হয় না।

বৃশ্চিক লগ্ন ও রাশির দ্বিতীয় ঘরের রাশি হল ধনু রাশি।যে রাশি। যে রাশি থেকে কালপুরুষের কুণ্ডুলীর ধর্ম, ভাগ্য, পিতা ও উচ্চশিক্ষার বিচার করা হয়। কালপুরুষের ভাগ্যের ঘর তাদের দ্বিতীয় ঘরে অবস্থান করায়, উক্ত লগ্ন বা রাশির দ্বিতীয় ঘর তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। দ্বিতীয় ঘরের বিষয় দ্বারা তাদের ভাগ্যের গঠন করা যায়। দ্বিতীয় ঘরের বিষয় অর্থাৎ ধন সম্বন্ধীয় বিষয়ের সাথে যুক্ত কর্ম, যেমন- ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত কর্ম, CSC সেন্টার স্থাপন, পারিবারিক ব্যবসা বা পরিবারের সাথে যুক্ত কর্ম, আত্মীয়-স্বজনের সাথে যুক্ত কর্ম, খাওয়া-খাদ্যের বিষয়ের সাথে যুক্ত কর্ম, বা consultancy এর মত কর্ম যেখানে মুখের কথা বা বানী ব্যবহার করতে হয়।


উপরি উল্লেখিত বিষয়ের সাথে যুক্ত হয়ে কর্ম করলে বৃশ্চিক লগ্ন বা রাশির অধিকারীরা ধন সঞ্চয় এবং পারিবারিক ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন। উক্ত সব বিষয় দ্বারা ভাগ্যের গঠন করতে পারেন। তবে সেই সব কর্ম দ্বারা উন্নতি লাভ করা তখনই সম্ভব, যদি তারা ধনু রাশির অধিপতির বৈশিষ্ট্যের সাথে যুক্ত হয়ে কর্ম করেন। ধনু রাশির অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় ঘরের কর্ম ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির বৈশিষ্ট্যকে বজায় রেখে কর্ম করলে দ্বিতীয় ঘরের কর্ম দ্বারা ভাগ্যের উন্নতি করতে পারেন।


দেবগুরুর বৈশিষ্ট্য অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ধর্মজ্ঞান, ন্যায়-নীতি এবং উচ্চশিক্ষার কারক গ্রহ। অতএব উক্ত লগ্ন বা রাশির অধিকারীরা তাদের দ্বিতীয় ঘরের কর্মে ধর্মজ্ঞান, উচ্চশিক্ষা বা শিক্ষার উপযুক্ত ব্যবহার ও ন্যায়-নীতি বজায় রেখে কর্ম করা উচিত। তাতে দ্বিতীয় ঘরের বিষয়গুলি দ্বারা ভাগ্যের উন্নতি বা জীবনে উন্নতি করতে পারেন। তাছাড়া গুরুর বৈশিষ্ট্যের সাথে যুক্ত হয়ে চললে দ্বিতীয় ঘরের বিপরীত ঘর তথা অষ্টম ঘরের সাথেও ভারসাম্য তৈরী করা যায়। বিপরীত ঘরের সাথে ভারসাম্যের মধ্যে দিয়ে দ্বিতীয় ঘরের বৈশিষ্ট্য বজায় রাখা যায় বা বৃদ্ধিও করা যায়।


অতএব বৃশ্চিক লগ্ন বা রাশির অধিকারীরা দ্বিতীয় ঘরের কর্মক্ষেত্রে সর্বদা দেবগুরু বৃহস্পতির বৈশিষ্ট্যের সাথে যুক্ত হয়ে চলুন। আপনাদের ধন-পরিবার নিয়ে থাকতে পারবেন সুখ ও শান্তিতে।

আরো পড়ুন

                   

No comments:

Post a Comment

বৃশ্চিক লগ্ন ও রাশির উন্নতির পথ ।

  বৃশ্চিক লগ্ন বা রাশি হল কালপুরুষের কুণ্ডুলীর অষ্টম ঘরের রাশি। যে রাশি থেকে কালপুরুষের কুণ্ডুলীর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মৃত্যু বা মৃত্যুতুল্...