Monday, December 23, 2024

বৃশ্চিক লগ্ন ও রাশির উন্নতির পথ ।

বৃশ্চিক লগ্ন ও রাশির উন্নতির পথ ।

 

বৃশ্চিক লগ্ন বা রাশি হল কালপুরুষের কুণ্ডুলীর অষ্টম ঘরের রাশি। যে রাশি থেকে কালপুরুষের কুণ্ডুলীর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট এবং গুপ্তধন, গুপ্তবিদ্যার মত বিষয়ের বিচার করা হয়। কালপুরুষের কুণ্ডুলীতে বৃশ্চিক রাশিকে একটি নাকারাত্মক রাশি হিসাবে বিবেচনা করা হয়।

লগ্ন বা রাশি ও কারক (লগ্নের ক্ষেত্রে সূর্য ও রাশির ক্ষেত্রে চন্দ্র) শুভ প্রভাবযুক্ত না হলে কালপুরুষের সবচেয়ে নাকারাত্মক রাশি নিয়ে জন্ম হওয়ায় উক্ত লগ্ন বা রাশির জাতক-জাতিকার জীবনধারায় বা চিন্তাধারায় একধরনের নাকারাত্মকতা বিরাজ করে। যদি না তারা উক্ত রাশির শুভফল লাভের উপযুক্ত পথ অনুসরণে না চলেন। যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বন্দ্বভাব বা সঠিক সিদ্ধান্তে না পৌঁছতে পারার মত বিভিন্ন মানুষিক দ্বিধা দ্বন্দ্বে ভুগতে হয়। আর লগ্ন বা রাশি ও কারক শুভ প্রভাব যুক্ত হলে, সমস্যা কম হয়।

বৃশ্চিক রাশি থেকে যেহেতু কালপুরুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণার সাথে মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্টের বিচার করা হয়, তাই উক্ত রাশিকে একটি অন্ধকারাচ্ছন্ন ঘর বা স্থানের সাথে তুলনা করা যায়। কারণ মৃত্যু কখন আসে সেটা আমরা আগাম অনুমান করতে পারি না। তেমনি আলো ছাড়া অন্ধকারে রাস্তা পাওয়া যায় না বা কোন কিছু খুঁজে পাওয়া যায় না। সঠিকভাবে জীবন যাপন বা সচেতনতার বজায় রেখে চলার মধ্যে দিয়ে অসময়ের মৃত্যুকে আটকানো যায়। তেমনি আলোর সাহায্যে অন্ধকারে পথ পাওয়া যায় বা কোনকিছু খুঁজে বের করা যায়।

তাই বৃশ্চিক রাশি থেকে শুভফল পাওয়ার উপায় হল জ্ঞানের আলোর সহযোগিতার মধ্যে দিয়ে চলা। আমরা জানি যে ধর্ম পথে চলার মধ্যে দিয়ে যে কোন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ধর্মপথ অবলম্বনে চলার মধ্যে দিয়ে উক্ত রাশির শুভফল লাভ করা যায়। সেইসাথে সঠিক বিচার ও উপযুক্ত সচেতনতা বজায় রেখে যে কোন কর্ম করা উক্ত লগ্ন বা রাশির জাতক-জাতিকাদের সার্বিক সাফল্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

তাছাড়া কুণ্ডুলীর যে কোন একটি বৈশিষ্ট্য বজায় থাকা নির্ভর করে, সেই ঘরের বিপরীত ঘরের সাথে ভারসাম্য বজায় রাখার উপর। লগ্নের বৈশিষ্ট্য বজায় থাকা নির্ভর করে সপ্তম ঘরের সাথে ভারসাম্য রক্ষার উপর। সপ্তম ঘর হল জীবনসঙ্গী, পার্টনারের ঘর। সেই সাথে সপ্তম ঘর থেকে বিপরীতের সেইসব ব্যক্তিরও বিচার করা হয়, যাদের সাথে আমরা দৈনন্দিন জীবনের আদান-প্রদান করি। যে আদান-প্রদানের মধ্যে দিয়ে চলে আমাদের জীবন। বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক-জাতিকারা জীবনসঙ্গী, পার্টনার বা বিপরীতের প্রত্যেকের সাথে ধর্ম, ন্যায় নীতি বজায় রাখার মধ্যে দিয়ে নিজ লগ্ন বা রাশির বৈশিষ্ট্য ভাল রাখতে পারেন। তথা ব্যক্তিত্ব ও মন মানুষিকতা ভালো রাখতে পারেন।

অতএব বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক-জাতিকারা যে কোন কর্মে সঠিক বিচার ও উপযুক্ত সচেতনতার মধ্যে দিয়ে কর্ম করুন। সেইসাথে কর্মক্ষেত্রে ধর্ম, ন্যায়-নীতি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রেখে চলুন। তাতে কালপুরুষের কুণ্ডুলীর অষ্টম ঘরের শুভফল তথা গুপ্তধন, গুপ্তবিদ্যার মত বিষয়ের লাভ করতে পারবেন।

আরো পড়ুন 

বৃশ্চিক লগ্ন ও রাশির উন্নতির পথ ।

  বৃশ্চিক লগ্ন বা রাশি হল কালপুরুষের কুণ্ডুলীর অষ্টম ঘরের রাশি। যে রাশি থেকে কালপুরুষের কুণ্ডুলীর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মৃত্যু বা মৃত্যুতুল্...