মীন লগ্ন ও রাশির কর্ম ও ভাগ্য।

মীন লগ্ন ও রাশির ভাগ্যের ঘর ।


 


রাশিচক্রে মীন লগ্ন বা রাশির অবস্থান

মীন লগ্ন রাশি হল রাশিচক্রের অন্তিম রাশি।দেবগুরু বৃহস্পতি হলেন উক্ত রাশির অধিপতি।মীন রাশি থেকে কালপুরুষের জীবনের ব্যয়ের  বিচার করা হয়।আর উক্ত লগ্ন বা রাশির নবম বা ভাগ্য স্থানের রাশি হল বৃশ্চিক রাশি।যে বৃশ্চিক রাশি থেকে কালপুরুষের কুণ্ডলীর অষ্টম ঘরের বিচার করা হয়।

 ভাগ্যস্থানের রাশির বিচার

কালপুরুষের কুণ্ডুলীতে বৃশ্চিক রাশিকে নেগেটিভ রাশি হিসাবে বিবেচনা করা হয়।উক্ত রাশি স্থিত ঘর থেকে কালপুরুষের দুঃখ,কষ্ট,যন্ত্রণা,মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্টের বিচার করা হয় বলে। বৃশ্চিক রাশি  মীন লগ্ন বা রাশির  নবম ঘরে অবস্থান করায়,নবম ঘরের বিষয়গুলি নিয়ে তারা দ্বন্দ্বে ভোগেন। নবম ঘর থেকে যেহেতু ধর্মজ্ঞান,উচ্চশিক্ষা,ভাগ্যের বিচার করা হয়,তাই উক্ত সব বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে তাদের সমস্যা হয়। 


বৃশ্চিক রাশি থেকে কালপুরুষের দুঃখ,কষ্ট,যন্ত্রণার সাথে গুপ্তধন,গুপ্তবিদ্যার মত বিষয়ের বিচারও করা হয়।অর্থ্যাৎ উক্ত রাশির শুভফলও রয়েছে,আর অশুভ ফলও রয়েছে।যেমন কর্ম করা হয়,তেমন ফল লাভ হয়।শুভ কর্ম করলে শুভফল আর কুকর্ম করলে কুফল।এমনবস্থায় মীন লগ্ন বা রাশির জাতক-জাতিকাদের বৃশ্চিক রাশির শুভফল লাভের উপযুক্ত পথ অনুসরণ করে চলতে হয়।

বৃশ্চিক রাশির শুভফল লাভের উপায়

বৃশ্চিক রাশি থেকে শুভফল পাওয়ার উপায় হল,উক্ত রাশি স্থিত ঘরের করণীয় কর্মে উপযুক্ত সচেতনতা ও সঠিক বিচারের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেওয়া।তার সাথে ধর্মপথ অবলম্বনে চলা।কারণ আমরা জানি যে ধর্মপথ অবলম্বনে চলার মধ্যে দিয়ে যে কোন সমস্যার ক্ষেত্রে সমাধান পাওয়া যায়।বৃশ্চিক রাশি যেহেতু কালপুরুষের সবচেয়ে নেগেটিভ ঘরের রাশি,তাই ধর্মপথে চলার মধ্যে দিয়ে উক্ত রাশি স্থিত ঘরের শুভফল লাভ করা যায়।

তৃতীয় ঘরের গুরুত্ব

এছাড়াও কুণ্ডুলীর যে কোন একটি ঘরের শুভফল নির্ভর করে,ঘরের বৈশিষ্ট্য বজায় রাখার উপর।মীন লগ্ন বা রাশির ভাগ্যের ঘরের  শুভফল নির্ভর করে ভাগ্যের ঘরের বিপরীত ঘর তথা সাহস,পরাক্রম বা পরিশ্রমের ঘরের সাথে ভারসাম্য তৈরীর উপর।যদি দুটি ঘরের মধ্যে উপযুক্ত ভারসাম্য তৈরী যায়,তাহলে দুটি ঘরের বৈশিষ্ট্যও ভালো হয়,মজবুত হয়।আর যদি উপযুক্ত ভারসাম্য গড়ে তোলা না যায়,তাহলে বৈশিষ্ট্যও ভালো হয় না।অর্থ্যাৎ পরিশ্রম যত ভালো করা যায়,ভাগ্যের গঠন তত ভালো হয়।আর পরিশ্রম যদি কম করা হয়,তাহলে ভাগ্যের গঠন হয় দুর্বল।এককথায়  ভাগ্যের চাবি হল পরিশ্রম ।

এই হিসাবটি যে শুধু  কুণ্ডুলী চক্রের ক্ষেত্রেই প্রযুজ্য এমনও তো নয়।আমাদের পৃথিবী হোক বা সৌর জগৎ বা পুরো ব্রহ্মান্ড, সব ক্ষেত্রেই প্রযুজ্য।প্রত্যেকটি ব্যক্তি-বস্তু,জীব-জন্তু তার বিপরীতের ব্যক্তি-বস্তু, জীব-জন্তুর সাথে উপযুক্ত ভারসাম্যের মধ্যে দিয়ে টিকে আছে।

মীন লগ্ন বা রাশির তৃতীয় বা পরিশ্রমের ঘরের রাশি হল বৃষ রাশি।যে রাশি থেকে কালপুরুষের ধন-পরিবার,আত্মীয়-স্বজন,খাবার-দাবার,সৌখিনতা এবং মুখ বা চেহারার বিচার করা হয়।কালপুরুষের ধন-পরিবারের ঘর তাদের পরিশ্রমের ঘরে অবস্থান করায়,ধন ও পরিবারের উপর মুখ্য নজর দিতে হয়।ধন সঞ্চয় ও পরিবার প্রতিপালন মুখ্য দ্বায়িত্ব হিসাবে দেখতে হয়।ঈশ্বর তাদের সাহস পরাক্রমের ঘরে কালপুরুষের দ্বিতীয় ঘর বা ধন-পরিবারের ঘরকে স্থান দিয়েছেন।তাই উক্তঘরের বিষয়গুলির সাথে যুক্ত হয়ে  পরিশ্রম করা,তাদের জন্য লাভকারী হয়।

মীন লগ্ন বা রাশির উপযুক্ত কর্ম


ধন সম্বন্ধীয় কর্ম।যেমন-ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত কর্ম,CSC সেন্টার পরিচালনা।

পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত,যেমন-পরিবার কল্যাণ দপ্তরের কাজ ,পারিবারিক ব্যবসা বা কর্ম।

খাওয়া-দাবারের সাথে যুক্ত,যেমন-ফুড ডিপার্টমেন্টে কাজ বা  খাদ্যের সাথে সম্পর্কযুক্ত যে কোন ধরনের কর্ম।

এছাড়া singing,বিভিন্ন প্রকারের বিউটি প্রডাক্টের সাথে যুক্ত কর্ম বা ব্যবসা,সৌখিন দ্রব্যের সাথে সম্পর্কযুক্ত কর্ম বা ব্যবসা ইত্যাদি  কর্মের মধ্যে দিয়ে তারা লাভমান হতে পারেন।

উপসংহার

কর্মক্ষেত্রে উপযুক্ত সচেতনতা,সঠিক বিচার ও ধর্মের সাথে যুক্ত হয়ে উপড়ি বর্ণিত বিষয়গুলির সাথে যুক্তকর্মের মধ্যে দিয়ে তারা তাদের ভাগ্যের উপযুক্ত গঠন করতে পারেন।ভাগ্য নিয়ে হতে হয় না বিশেষ চিন্তার সম্মুখীন।

আরো পড়ুন
    

No comments:

Post a Comment